নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি , ২০১৭ ০২:১৭

কে হচ্ছেন সুরঞ্জিত সেনের উত্তরসূরী?

কে হচ্ছেন সুরঞ্জিত সেনগুপ্তের উত্তরসূরী, সদ্য প্রয়াত এই সাংসদের মৃত্যুর পর থেকেই শুরু হয়েছে এ নিয়ে আলোচনা। দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে সুরঞ্জিতের পরিবারের কেউ নাকি নতুন কেউ সরকারদলীয় সাংসদ প্রার্থী হচ্ছেন এ নিয়েও চলছে আলোচনা।

স্বাধীনতা-উত্তর অনুষ্ঠিত দেশের ১০টি জাতীয় নির্বাচনের মধ্যে সাতবার এ আসন থেকে সংসদ সদস্য হন হাওরের মাটিতে বেড়ে ওঠা সুরঞ্জিত সেনগুপ্ত। প্রথমদিকে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সুরঞ্জিত ন্যাপ, একতা, গণতন্ত্রী পার্টির হয়ে সাংসদ হন। '৯৬ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিয়েও একাধিকবার এই এলাকা থেকে সাংসদ নির্বাচিত হন সুরঞ্জিত।

৫ ফেব্রুয়ারি বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে আসনটি শূন্য হয়। বিধি অনুযায়ী, ৯০ দিনের মধ্যে এ আসনে নির্বাচন হওয়ার কথা। তবে এমন একজন নেতার শূন্য আসনে কে প্রতিনিধিত্ব করবেন, বিষয়টি এখন আলোচনায় পুরো সিলেটের রাজনীতিতে।

হাওরবেষ্টিত এই এলাকায় বেড়ে ওঠা সুরঞ্জিত হয়ে ওঠেছেন জাতীয় রাজনীতিরও গুরুত্বপূর্ণ ব্যক্তি। নিজ এলাকায়ও ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। দিরাই-শাল্লার লোকজন সুরঞ্জিতের শূন্য আসনে তার পরিবারের সদস্যদের দেখতে চান। তারা মনে করেন, তাদের প্রিয় ‘দাদা’র স্ত্রী জয়া সেনগুপ্ত বা পুত্র সৌমেন সেনগুপ্তই হবেন যোগ্য উত্তরাধিকার। ইতিমধ্যে গণমাধ্যমে বাবার অসম্পন্ন কাজ সম্পন্ন করার ইচ্ছা ব্যক্ত করেছেন সৌমেন সেনগুপ্ত। অপরদিকে, বিভিন্ন গণমাধ্যমে পরবর্তী প্রার্থী হিসেবে ওঠে এসেছে স্ত্রীর জয়াসেনগুপ্তের নাম। এলাকায় তাঁর জনপ্রিয়তাও রয়েছে।

যদিও প্রয়াত নেতার পরিবার এখনই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। স্ত্রী-পুত্র এখন ব্যস্ত শ্রাদ্ধানুষ্ঠান নিয়ে। আজ ঢাকেশ্বরী মন্দিরে এ অনুষ্ঠান হবে। ইতিমধ্যে অনুষ্ঠানে আসার জন্য জয়া সেনগুপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে, আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতাও এ আসনের উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তবে এখনও কেউ প্রকাশ্যে মাঠে নামেননি। তারা সুরঞ্জিতের শোককে কাটিয়ে উঠতে কিছু দিন সময় নিয়ে মাঠে নামতে চান।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে মারা যান বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত। পরদিন শাল্লায় নিজ বাড়িতে তাঁর শেষকৃত অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত