সিলেটটুডে ডেস্ক

১৭ এপ্রিল, ২০১৭ ১৯:০৭

ইলিয়াস আলী গুমের বিষয়টি আন্তর্জাতিক সংস্থায় তুলে ধরার আহ্বান বিএনপির

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রাক্তন সাংসদ ইলিয়াস আলীর গুম হওয়ার বিষয়টি আর্ন্তজাতিক সংস্থায় তুলে ধরে সরকারের মুখোশ উন্মোচনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে ইলিয়াস আলীর গুমের ৫ বছর পূর্তিতে তাঁকে ফিরে পাওয়ার দাবিতে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। আলোচনা সভাটি আয়োজন করে সিলেট বিভাগ সংহতি সম্মেলনী, ঢাকা।

আলোচনা সভায় ফখরুল বলেন, ইলিয়াস আলীর গুমের পর আন্দোলন আরো শক্তিশালী করতে পারতাম। যদি তার গুমের বিষয়টি আমরা আর্ন্তজাতিক সংস্থায় তুলে ধরতাম, তবে ইলিয়াসকে হয়তো পেতাম না, অন্তত সরকারের মুখোশ উন্মোচিত হতো। এখন আমাদের ইলিয়াস আলীর বিষয়টি তুলে ধরতে হবে। সরকারের মুখোশ উন্মোচিত করতে হবে।

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে গেলে সরকার নিজের পতন ঠেকাতে পারবে না। অপশক্তিকে ঠেকাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি শামসুল আলম নিরব, ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত