সিলেটটুডে ডেস্ক

০১ জুন, ২০১৭ ১৮:১৬

বাজেট জনকল্যান ও উন্নয়নমুখী: আওয়ামী লীগ

২০১৭-১৮ সালের বাজেটকে জনকল্যাণ ও উন্নয়নমুখী হিসেবে দাবি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা পৃথক পৃথক বিবৃতিতে জানান, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হচ্ছে আর নতুন বাজেট সেই ধারাকে অব্যাহত রাখবে।

দলটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি গণমাধ্যমকে বলেন, ‘উন্নয়নের জন্য এটি একটি পজিটিভ বাজেট। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি জনবান্ধব বাজেট তৈরি করা হয়েছে।‘

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‌‌‘এটি একটি গণমুখী ও উন্নয়নমুখী বাজেট। আওয়ামী লীগের নেতৃত্বে গত আট বছর ধরে যে উন্নয়ন হচ্ছে, তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এ বাজেট প্রণয়ন করা হয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৭-১৮ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবনা পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আপনার মন্তব্য

আলোচিত