বিশ্বনাথ প্রতিনিধি

০৯ জুন, ২০১৫ ০২:২৪

বিশ্বনাথে আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন : সভাপতি পংকী, সম্পাদক বাবুল

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে ফিরোজ খান পংকি সভাপতি ও বাবুল আখতার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন । সোমবার রাত ১১টা ২০ মিনিটে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের কণ্ঠ ভোটে তারা নির্বাচিত হন।

সম্মেলনে সভাপতি পদের জন্য নির্বাচনে মজম্মিল আলী, ফিরোজ খান পংকি, ফখরুল ইসলাম মতছিন এবং আছলম খান প্রতিদ্ব›িদ্বতা করেন।

অপরদিকে সাধারণ সম্পাদক পদের জন্য বাবুল আখতার, ফারুক আহমদ এবং এড. সিরাজুল ইসলাম কাউন্সিলরদের ভোটের লড়াইয়ে অবতীর্ণ হন।

বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ।

বক্তব্যে মিছবাহ উদ্দিন সিরাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃতে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে রুপান্তরিত হতে যাচ্ছে। দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত জোট রাজনীতির নামে পেট্রোলবোমায় জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে। তারা দেশকে বিশ্বের কাছে একটি জঙ্গী রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে তাদের ওই ধ্বংসাত্ত্বক আন্দোল প্রতিহত করেছে।

তিনি আরো বলেন, যারা ধর্মের দোহাই দিয়ে পেট্রোলবোমায় দেশের সম্পদ পুড়ায়, মানুষ হত্যা করে, কোরআন মজিদ পুড়ায় এদশের রাজনীতিতে সেই ‘জামায়াত-বিএনপি’র অস্থিত্ব আর থাকবেনা। যুদ্ধাপরাধীদের মতো এদেশের মাটিতে একে একে তাদের (জামায়াত-বিএনপি) বিচারও হবে।

সোমবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্ভোধন ঘোষনা করেন সিলেট জেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান।

উপজেলা আ’লীগের সভাপতি মজম্মিল আলীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট ২ আসনের সাবেক সাংসদ ও সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

 উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ও যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদের যৌথ উপস্থাপনায় সম্মেলনে ি বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোদাব্বির আলী মানিক মিযা, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, হুমায়ুন ইসলাম কামাল, উপদেষ্টা কমিটির সদস্য এস এম নুনু মিয়া, জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, জেলা আ’লীগ নেতা অ্যাডভোকেট শেখ মখলু মিয়া, অ্যাডভোকেট আজমল আলী, আব্দুল বাছিত, অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, রঞ্জিত সরকার, কবির উদ্দিন আহমদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও যুব-মহিলালীগ নেত্রী বেগম ডেইজি সারোয়ার, আ’লীগ নেতা অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, শাহাদত রহিম চৌধুরী, এমাদ উদ্দিন মানিক, জগলু চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মোবারক আলী, রবিন পাল, অ্যাডভাকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, বালাগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি মোস্তাকুর রহমান মফুর, জেলা কৃষকলীগ নেতা অধ্যক্ষ সামছুল ইসলাম। শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আমির আলী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  বিশ্বনাথ উপজেলা আ’লীগ নেতা সমছু মিয়া, শাহ আসাদুজ্জামান, এএইচ এম ফিরোজ আলী, আমির আলী, ডাঃ শানুর আলী, ফারুক আহমদ, সফিক উদ্দিন স্বপন, শফিকুর রহমান রিয়াজ, অ্যাভোকেট সিরাজুল ইসলাম, শাহ আসাদুজ্জামন, অ্যাডভোকেট তপন কুমার দাস, মাহবুবুর রহমান লিলু, কৃষকলীগ নেতা ছোরাব আলী, শ্রমিকলীগ নেতা আমির আলী, হাবিব আহমদ, যুবলীগ নেতা মকদ্দছ আলী, আশিক আলী, আলতাব হোসেন, ছাত্রলীগ নেতা ফয়েজুর রহমান, মুহিবুর রহমান সুইট ও আব্দুল আলিম সুমন।

আপনার মন্তব্য

আলোচিত