সিলেটটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০১৮ ২২:৪৭

এক সপ্তাহেও মেলেনি রায়ের অনুলিপি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের অনুলিপি (সার্টিফায়েড কপি) এক সপ্তাহেও পায়নি বিএনপি। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অপেক্ষা শেষেও পান নি খালেদা জিয়ার আইনজীবীরা।

সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, আদালতের কর্মচারীরা তাকে বলেছেন, অনুলিপির অর্ধেক কাজ শেষ হয়েছে। এখন তুলনা চলছে। তা শেষ না হওয়ায় অনুলিপি দেওয়া সম্ভব হচ্ছে না। আগামী সপ্তাহে রায়ের কপি পাওয়া যাবে।

সানাউল্লাহ মিয়া আরও জানান, রায়ের অনুলিপি না পাওয়ায় হাই কোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন করা যাচ্ছে না।

আগামি রোববার অথবা সোমবার রায়ের অনুলিপি দেওয়া হবে বলে আদালত সূত্রে জানা যায়।

গত ৮ ফেব্রুয়ারি এই মামলার রায়ে খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। রায়ের পর থেকে তিনি পুরান ঢাকায় সাবেক কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে কারাবন্দি রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মূল রায় ৬৩২ পৃষ্ঠার হলেও রায়ের অনুলিপি হবে ছয় হাজার পৃষ্ঠার বেশি। ওই অনুলিপি হাতে আসার পরই জামিনের জন্য আপিল করতে পারবেন খালেদা জিয়া।

আপনার মন্তব্য

আলোচিত