সিলেটটুডে ডেস্ক

১৬ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:৫৯

‘ছলচাতুরিতে’ সরকার: মওদুদ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের ‘সার্টিফাইড’ কপি’ নিয়ে সরকার ‘ছলচাতুরি’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বিএনপি চেয়ারপারসনকে বেশি দিন কারাগারে আটকে রাখতেই সরকার এই ‘ছলচাতুরি’র আশ্রয় নিয়েছে বলে দাবি তার।

গত ৮ ফেব্রুয়ারি আদালত খালেদাকে ৫ বছর কারাদণ্ড দেওয়ার পর থেকে তিনি বন্দি আছেন। ৬ শতাধিক পৃষ্ঠার এই রায়ের অনুলিপি পাওয়ার আশায় আছেন বিএনপির আইনজীবীরা। তা পেয়ে হাই কোর্টে আপিল করে খালেদা জামিন নিয়ে বেরিয়ে আসবেন বলে আশায় আছে বিএনপি।

শুক্রবার এক আলোচনা সভায় সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “রায় হয়েছে ৮ ফেব্রুয়ারি। রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার গেল- এখন পর্যন্ত রায়ের কপি পাওয়া যায়নি।

“এই যে ছলচাতুরি, এটা করার অর্থই হলো যে যতদিন পারা যায়, একটা দিন যদি বেশি রাখা যায় বেগম জিয়াকে জেলখানায়।”

তবে তা ‍বুমেরাং হচ্ছে বলেও সরকারকে সতর্ক করে দেন তিনি। তার মতে, এতে সরকারের জনপ্রিয়তা কমছে। আপিলের পর খালেদার জামিনের বিষয়ে দৃঢ় আশাবাদী আইনজীবী মওদুদ।

“যখনই রায়ের নকল পাব, আমরা আপিল ফাইল করব। আপিলের সাথে সাথে আমরা তার জামিন চাইব। আমরা বিশ্বাস করি, ৫ বছরের (সাজার মেয়াদ) জন্য জামিন এমনিতেই অন্তত লিবারেলি কোর্ট দেখে। ৫ বছরের ব্যাপারে এমন কিছু না।”

বিএনপি চেয়ারপারসনকে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে ‘নির্জন কারাবাসে’ রাখা সংবিধান ও কারাবিধির ‘পরিপন্থি’ বলে দাবি করেন মওদুদ।

জাতীয় প্রেস ক্লা্বে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘প্রতিহিংসার বিচারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। খালেদাকে বন্দি করে সরকার রাজনৈতিক সমঝোতার পথও দূরে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা।

“এখন আমাদের দুটি চ্যালেঞ্জ। একটি হল, বেগম জিয়াকে কারাগার থেকে বের করে আনা; আরেকটি হল, আন্দোলন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।”

দমন-পীড়ন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না বলেও হুঁশিয়ার করে মওদুদ বলেন, “দমন-পীড়ন করে সরকার যদি মনে করে যে, দেশের জনগণ ও জাতীয়তাবাদী শক্তি দুর্বল হয়ে গেছে, এটা তারা মারাত্মক ভুল করবেন। তারা (সরকার) বুঝতে পারছে না দেশের মানুষের মনের অবস্থা। সুষ্ঠু নির্বাচন হলে এবার আওয়ামী লীগের খবর আছে।”

আপনার মন্তব্য

আলোচিত