সিলেটটুডে ডেস্ক

০১ মার্চ, ২০২০ ১৮:০৩

সিলেট বিএনপিতে ফের দ্বন্দ্ব, ১৮ ইউনিট কমিটি প্রত্যাখ্যান

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৯সদস্যের বিবৃতি

সিলেট জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌর শাখার ১৮ ইউনিট কমিটি প্রত্যাখান করেছেন জেলা আহ্বায়ক কমিটির ৯ সদস্য।
 
রোববার (১ মার্চ) তাদের স্ব-স্ব স্বাক্ষরিত এক পত্রে জেলা আহ্বায়কের স্বেচ্চাচারিতার অভিযোগ এনে তারা কমিটিগুলো প্রত্যাখান করেন।

বিবৃতিদাতারা হলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য- কাইয়ূম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, এড. এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, আহমেদুর রহমান চৌধুরী, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী।

বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, জেলা আহ্বায়ক কমিটির বিগত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সিদ্ধান্ত ছিল যে, খসড়া কমিটি তৈরী করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা আহ্বায়ক কমিটির পরবর্তী সভায় অনুমোদন সাপেক্ষে কমিটি প্রকাশিত হবে। কিন্তু জেলা আহ্বায়ক কোন সভার আহ্বান না করে কমিটি যেভাবে ঘোষনা করেছেন তা সঠিক নয় এবং গ্রহণযোগ্য নয়। জেলা আহ্বায়কের কমিটি প্রকাশের এই সিদ্ধান্ত যেহেতু পূর্ব সিদ্ধান্তের সাথে সংঘতিপূর্ণ নয় সেহেতু আমরা কমিটি গঠনের এই প্রক্রিয়াকে প্রত্যাখান করছি। নেতৃবৃন্দরা আরো বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কমিটি গঠনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত