
১৮ মে, ২০২০ ১৯:৪১
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ৪০টি অসহায় পরিবারের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার ইউনিয়নের বৃহত্তর বৃন্দাবনপুর মৌজার কোনাগাঁও, নন্দগ্রাম, বৈরাগীরচক, মাঝগাঁও, নোয়াগাঁও, রাধাগোবিন্দপুর, কান্দিগাঁও, পালিতকোনা ও দরগাহপুর গ্রামে এ সহায়তা প্রদান করা হয়।
করোনা ভাইরাসের প্রভাবে অসহায় হয়ে পড়া ৪০টি পরিবারের মাঝে গত রোববার বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। কলেজ ছাত্র সাগর দেবনাথ ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে তাদের সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ২নং পতনঊষার ইউনিয়নের ১০ টি এলাকায় অসহায়, দরিদ্র মানুষের মধ্যে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
আপনার মন্তব্য