১৮ মে, ২০২০ ২০:৪০
সুনামগঞ্জ জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি. নং চট্ট. ২৮৮৩) ও হকার্স শ্রমিক সংঘ যৌথ উদ্যোগে সোমবার সকাল ১১টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে (আলফাত উদ্দিন স্কয়ার) অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এরপর সুনামগঞ্জ জলো প্রশাসকরে নিকট অনলাইনরে মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয় ।
বিজ্ঞাপন
অনুলিপি সদয় জ্ঞাতার্থে দেয়া হয় বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ, আলমপুর, সিলেট-৩১০০, পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট, জেলা পুলিশ সুপার, সুনামগঞ্জ, উপ-পরিচালক, আঞ্চলিক শ্রম দপ্তর, উপশহর, সিলেট-৩১০০, উপ-মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপশহর, সিলেট ,ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুনামগঞ্জ মডেল থানা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়া, হকার্স শ্রমিক সংঘরে জলো সভাপতি আব্দুল হাই, সহ সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক বনিন্দ কর, হোটেল শ্রমিক নেতা মুহিবুর রহমান কাজলদাশ, মানিক মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য