সংবাদ বিজ্ঞপ্তি

১৭ জুন, ২০২০ ১৫:১৯

কামরানের মৃত্যুতে জেলা তথ্য কার্যালয়ের শোক

ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা তথ্য কার্যালয়।

বুধবার (১৩ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক জানান সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিল।

বিজ্ঞাপন

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ জুন রাত আনুমানিক ৩টার দিকে মারা যান বদরদ্দিন আহমদ কামরান।

সিলেট জেলা তথ্য অফিস কর্তৃক বাস্তবায়িত সকল সরকারি কর্মকান্ডে মরহুমের নিঃস্বার্থ অংশগ্রহণ ও সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছে।

শোকবার্তায় বলা হয়, মরহুমের মতো জনকল্যাণে উৎসর্গকৃত জননেতাকে হারিয়ে আমরা দুঃখ ভারাক্রান্ত ও শোকাহত। তার অস্তিম প্রয়াণে জাতি একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। দেশ ও জাতির সেবায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক মরহুমকে জান্নাতবাসী করুন। আমীন।

 

আপনার মন্তব্য

আলোচিত