জুড়ী প্রতিনিধি

২১ জুন, ২০২০ ১৮:৩৪

জুড়ীতে করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত সুরক্ষা সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের জুড়ীতে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ হতে ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্দের আওতায় উপজেলা সমূহের উন্নয়ন সহায়তার অংশ হিসেবে করোনা ভাইরাসের প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২১ জুন) জুড়ী উপজেলা অডিটোরিয়ামে ইউএনও অসীম চন্দ্র বণিকের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তর,হাসপাতালের ডাক্তারদের মধ্যে এসব বিতরণে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার,উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস,উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন,কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন,পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শহিদুল আমিন ফরহাদ প্রমুখ।

এসব সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই, অক্সিমিটার, মাস্ক, ফেইস শিল্ড, গ্লাভস, থার্মোমিটার, সাবান ইত্যাদি।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর,উপজেলার ৬ টি ইউনিয়ন সহ মোট ২৮ টি দপ্তরে এসব বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত