নিউজ ডেস্ক

২৮ মার্চ, ২০১৬ ১০:৩৮

অরুণোদয়ের ‘সজ্জন সঙ্গ’

অরুণোদয়-মৌলভীবাজারের উদ্যোগে পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হল "সজ্জন সঙ্গ"। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে মৌলভীবাজার পাবলিক লাইব্রেলী মিলনায়তনে "সজ্জন সঙ্গ" অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এদিন স্কুল শিক্ষার্থীদের সাথে মুক্তিযুদ্ধের গল্প করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা শিশু একাডেমির কর্মকর্তা জসীম মাসুদ। তাদেরকে গান এবং কবিতায় মাতিয়ে রাখেন সৈয়দ মুনিম আহমেদ রিমন, মীর ইউসুফ, প্রিয়তা দেব রুমা, নাজিফা নাওয়ার সিমলা প্রমুখ। তবলায় সঙ্গত করেন নেপাল ভাষ্কর।

শিক্ষার্থীদের পক্ষ থেকে গান পরিবেশন করেন প্রজ্ঞা দত্ত। সবার শেষে বই পড়ার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের মধ্য থেকে চার জনকে সেরা পাঠক হিসেবে নির্বাচন করা হয় এবং তাদেরকে পুরষ্কৃত করা হয়। শিক্ষার্থিদের হাতে পুরষ্কার তুলে দেন বিশেষ অতিথি জসীম মাসুদ, কাশিনাথ আলাউদ্দিন স্কুল এবং কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী, অরুণোদয় উদ্যোক্তা সৈয়দ মুনিম আহমেদ রিমন এবং প্রদীপ নাহা।

আপনার মন্তব্য

আলোচিত