সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৭ ১৯:২৪

শিক্ষার মান দেশের মানুষের জীবনের মানের সাথে সম্পর্কযুক্ত: আসাদ

কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় স্কুল হলরুমে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
 
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অধির চন্দ্র নাথের সভাপতিত্বে ও নাসিমা খাতুন ফেরদৌসির পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, মানুষের জ্ঞান ও চিত্তের উৎকর্ষের জন্য, মানবসভ্যতা ও সংস্কৃতির বিকাশের জন্য, চরিত্র গঠন ও মানবীয় মূল্যবোধের জন্য, সর্বোপরি মানবসম্পদ উন্নয়নের জন্য শিক্ষা হচ্ছে প্রধান নিয়ামক। শিক্ষা মানুষের চিন্তা ও মননকে সুপ্রতিষ্ঠিত করে, জ্ঞানী করে। জ্ঞানকে সুপ্রয়োগ করলে তা হয় বিজ্ঞতা। বিজ্ঞতা সাফল্য নিশ্চিত করে। জীবনকে সফল ও সার্থক করার জন্য শিক্ষা প্রয়োজন। শিক্ষার মান দেশের মানুষের জীবনের মানের সাথে সম্পর্কযুক্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি দেশকে এগিয়ে নিতে শিক্ষার গুরুত্ব দিচ্ছেন। পরিশেষে তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভালোভাবে পরীক্ষা দিয়ে বিদ্যালয় ও পিতামাতার সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মরিয়ম বেগম। গীতা পাঠ করে গিরী রানী দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সাজুওয়ান আহমদ, স্কুল কমিটির সদস্য কামরান আহমদ, অত্র বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমান, মুর্শেদা রহমান চৌধুরী, জুৎস্না বেগম, সুফিয়া রহমান।

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাহমিদা খানম জেবা, হুমায়রা আহমদ জেবা প্রমুখ।


আপনার মন্তব্য

আলোচিত