সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৭ ২০:২৩

সিলেটে পূবালী ব্যাংকের ১ম শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

সিলেটে পূবালী ব্যাংক লিমিটেডের এ বছরের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৮ জানুয়ারি) নগরীর স্টেশন ক্লাবের কনফারেন্স হলে ২০১৭ সালের ব্যবসায়ীক কর্মপরিকল্পনা নিয়ে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ব্যাংকের পুরো বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিলেট প্রিন্সিপাল অফিস।

এ অফিসের আওতাধীন সিলেট পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের শাখা প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের আইন ও রিকভারি বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান রুহুল আহসান, ব্যাংকের কুমিল্লা অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক আশরাফুল আলম ও পূর্বাঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক আহমেদ এনায়েত মঞ্জুর।

সম্মেলনে বক্তারা বলেন, যুগ যুগ ধরে পূবালী ব্যাংক জনগণের নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করে চলেছে। উন্নত ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে তাঁদের সে আস্থার প্রতিদান দিতে হবে। তাঁরা উপস্থিত শাখা প্রধানবৃন্দকে সেবার মান ধরে রাখার পাশাপাশি বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করার পরামর্শ দেন। বক্তারা বলেন, সিলেটের প্রেক্ষাপটে বিনিয়োগের রয়েছে অফুরান সম্ভাবনা। সে সম্ভাবনাকে কাজে লাগিয়ে সিলেটের কল্যাণে এগিয়ে আসতে হবে।

বক্তারা খেলাফি ঋণ আদায়ে তৎপরতা জোরদার করার পাশাপাশি প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন। ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, সিলেট পূর্ব’র কর্মকর্তা এসএম নওশাদ কায়সারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিলেট প্রিন্সিপাল অফিসের উপ মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খান, সিলেট স্টেডিয়াম শাখার সহকারী মহা মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, দরগাহ গেইট শাখার সহকারী মহা মহাব্যবস্থাপক অঞ্জন দাশ, সিলেট শাখার সহকারী মহা মহাব্যবস্থাপক মো. ফজলুল কবির চৌধুরী প্রমুখ। আইটি সহযোগিতায় ছিলেন আঞ্চলিক কার্যালয় সিলেট পূর্ব’র কর্মকর্তা মৃতুঞ্জয় ভট্টাচার্য ও পশ্চিমের কর্মকর্তা উত্তম লাল পুরকায়স্থ।

আপনার মন্তব্য

আলোচিত