সিলেটটুডে ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:৩৪

ইউএস ডিপার্টমেন্টের অ্যাওয়ার্ড পেয়ে নেপাল যাচ্ছেন প্রণবকান্তি

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাসিসটেন্স অ্যাওয়ার্ড পেয়ে নেপাল যাচ্ছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব।

আগামীকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি নেপালের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। এ অ্যাওয়ার্ডের আওতায় প্রণবকান্তি দেব নেপালের রাজধানী কাঠমুন্ডুতে আগামী ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নেপাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স এসোসিয়েশন (নেলটা) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে পেপার উপস্থাপন করবেন। এছাড়াও সপ্তাহব্যাপী এ সফরে তিনি ইউএস স্টেট ডিপার্টমেন্টের রিজিওনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অফিস আয়োজিত বিভিন্ন সভায়ও অংশ নেবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়াও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ এসব তথ্য জানান।

উল্লেখ্য, প্রণবকান্তি দেব ইতোপূর্বে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ ভারত ও নেপালে বিভিন্ন কনফারেন্সে অংশ নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত