সিলেটটুডে ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০১৭ ২১:১৮

শিক্ষার্থীদের সৃজনশীল ও আলোকিত মানুষ করতে হবে: সিকৃবি রেজিষ্ট্রার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সৃজনশীল ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে তাদেরকে যুগোপযোগী শিক্ষা গ্রহণ করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর কচিকন্ঠ শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিলাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন কচিকন্ঠ শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ জাকির খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী বিনয় ভূষণ ভৌমিক, আজমত আলী, বশির উদ্দিন খান, তমিজ উদ্দিন, রেজাউল করিম আলো, জমির উদ্দিন টুনু, রেদওয়ান উদ্দিন, খুরশেদ আলম চৌধুরী রিপন ও ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন।

আপনার মন্তব্য

আলোচিত