সিলেটটুডে ডেস্ক

২৫ মার্চ, ২০১৭ ১৫:৩৬

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মদন মোহন কলেজ ছাত্রলীগের মানববন্ধন

১৯৭১ সালের ২৫ মার্চ পৃথিবীর ইতিহাসে বর্বরোচিত ও জঘন্যতম গণহত্যাকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে মদন মোহন কলেজ ছাত্রলীগ।

শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস ও বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে পালনের জন্য জাতিসংঘে প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য যুবনেতা শাহ বীর আহমদ সাব্বির, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এম. রশিদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুসাদ্দেক হোসেন মুসা, জেলা ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক সুধীন তালুকদার, মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুুরী সুমন, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসেন, সাবেক উপ সম্পাদক শহীদ মোঃ আকিব অপু, সাবেক সদস্য মো. শাহিন মিয়া, সিলেট মহানগর ও মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে সুধাংশু শেখর দাস টিটু, বিজন দাস, স্বপেন্দ্র সরকার, হাবিবুর রহমান, রাসেল আহমদ, মুমিনুল ইসলাম মুমিন, বিদ্যা ভূষণ চন্দ্র, আব্দুর রহমান সাগর, সাদিকুর রহমান সাদিক, নাঈম আহমদ, জামিল আহমদ, রকি দেব, সুমন দাস, ছায়াদ আকাশ তালুকদার, অভিজিৎ রায় ঝলক, দেবাশীষ তালুকদার, মহি উদ্দিন রাসেল, রাসেল খান, জাকারিয়া উল হক, সাহেদ আহমদ, রাজদ্বীপ সরকার, মো. তানভীর আহমদ, মাহমুদুল হাসান মনির, রাসেল মিয়া, মো. টিটু আহমদ, মিজান চৌধুরী, সৈয়দ তাহের, জিসান আহমদ, মারুফ আহমদ, মতিউর রহমান চৌধুরী রাফি, রুবাইয়াত আহমদ রাজ, হুজাইফা আহমদ, সিদরাত চৌধুরী, হুসাইন আহমদ, সুব্রত দাস, জুয়েল চন্দ্র বাপ্পা, বিশাল দে উৎস, মোস্তফা আলম মুস্তাকিন, সালাম আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত