বড়লেখা প্রতিনিধি

১৬ জুলাই, ২০১৭ ০০:১৫

বড়লেখার বন্যাদুর্গতদের জন্য ৬শ’ প্যাকেট শুকনো খাবার বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বন্যাদুর্গত বড়লেখা উপজেলায় ৬০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্ধ দেয়া হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে বড়লেখা উপজেলার তালিমপুর ও সুজানগর ইউনিয়নের ৮০টি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে বরাদ্ধকৃত এ শুকনো খাবার বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারি কমিশনার ভূমি) সমীর বিশ্বাস।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা রফিক উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি মিনিকেট চাল, ১লিঃ তেল, ১ কেজি চিড়া, আদা কেজি মুড়ি, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, একডজন মোমবাতি ও দিয়াশলাই।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারি কমিশনার ভূমি) সমীর বিশ্বাস বলেন, ‘বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন পরিবারের মাঝে ধারাবাহিকভাবে এ শুকনো খাবার বিতরণ করা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত