জগন্নাথপুর প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০১৮ ২১:২১

জগন্নাথপুরে পিআইসি কমিটি থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম হাওররক্ষা বেড়িবাঁধের পিআইসি কমিটি থেকে অব্যাহতি চেয়ে লিখিতপত্র দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে তিনি জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ’র নিকট এ লিখিত অব্যাহতিপত্র প্রদান করেন।

লিখিত পত্র থেকে জানা যায়, ওই ইউনিয়নে এবারের বোরো ফসলরক্ষা বেড়িবাঁধের ১৫টি পিআইসি কমিটি গঠন করা হয়েছে। হঠাৎ করে ওই সব কমিটির মধ্যে ৮টি পিআইসি কমিটি পরিবর্তন করা হয়েছে। এসব পিআইসিতে প্রকৃত কৃষককে রাখা হয়নি এবং যাদের নিজস্ব জমি নেই তাদেরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। যা বেআইনি।

ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম জানান, আমার ইউনিয়নে ১৫টি পিআইসির মধ্যে ৮টি পিআইসি নীতিমালা বহির্ভূতভাবে গঠন করা হয়েছে। যাদের জমি নেই তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আমি পিআইসি কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতির জন্য স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, ইউপি চেয়ারম্যানের লিখিতপত্র পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত