সিলেটটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:২১

সরকার দেশের মানুষের সমস্যা সমাধানে কাজ করছে: মোমেন

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন বলেছেন, বর্তমান সরকার দেশের অসহায় মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। বিধবা ভাতা, বয়স্ক  ভাতাসহ তৃণমূল মানুষের কল্যাণে সরকারের উদ্যোগের ইতিবাচক ফলাফল মানুষ ভোগ করছে। এই ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর ৯নং ওয়ার্ড আখালিয়া নীয়ারীপাড়াস্থ এলাকায় ড. এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

সিলেট সিটি ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে ও সদস্য সবিচ মো. পিন্টু আহমদের পরিচালানয় এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী ফরহাদ বকস, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, এলাকার মুরব্বী আফছর মিয়া, ইনামুল করিম চৌধুরী, বোরহান উদ্দিন চৌধুরী, রকিব মিয়া, মো. মোহিত চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত