সিলেটটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:৪৩

সরকার শিক্ষার সঙ্গে খেলাধুলার উন্নয়নেও কাজ করছে: কাউন্সিলর ইলিয়াস

সিলেট সিটি ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান ইলিয়াছ বলেন, খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে এবং মনকে রাখে চাঙ্গা। আর তাই তো শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার সঙ্গে খেলাধুলার উন্নয়নেও কাজ করে যাচ্ছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নগরীর পার্কভিউ পাঠানটুলাস্থ এলাকায় শাহাদাত খান দবির প্রথম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

শাহাদাত খান দবির প্রথম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উপদেষ্টা মণ্ডলী সদস্য ও পার্কভিউ সোসাইটির সাধারণ সম্পাদক মো. সাব্বির খানের সভাপতিত্বে ও আব্দুল হামিদ বাবুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহাদাত খান দবির প্রথম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উপদেষ্টা মণ্ডলী সদস্য ফখরুল ইসলাম ফারুক, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, মোহনা সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক দেব জ্যোতি মজুন্দার রতন, শ্রমিক লীগের নেতা লিয়াকত হোসেন, তরুণ সমাজসেবক মো. সিরাজ খান, পাঠানটুলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, সমাজসেবক মো. ফয়জুল হক, প্রবাসী নেতা সহিদুজ্জামান, শাহাদাত খান দবিr প্রথম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এখলাছ হোসেন, মোনাইম খান মইনুল, বুরহান উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক শ্যামলী সরকার, আনোয়ার হোসেন মুন্না, সিরাচ আলী, হেলাল আহমদ দুলাল আহমদ, তুহিন আহমদ, তাহমিদ হোসেন, খেলা পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, আজিজ খান সজীব, নিরাজ আলী, আনোয়ার হোসেন মান্না, জুনাইল আহমেদ শিবলী, ওয়ালিদ খান তায়েফ, মুহিবুল ইসলাম আদিল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত