সিলেটটুডে ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:৪৫

চালিবন্দর ‘বিশিকা’ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট নগরীর চালিবন্দরস্থ বসন্ত মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আব্দুস সবুর চৌধুরী।

স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস অপর্ণা চন্দের সভাপতিত্বে আব্দুস সবুর চৌধুরী বলেন, শিক্ষা ক্ষেত্রে বসন্ত মেমোরিয়াল স্কুল তাঁর সুষ্ঠু মান বজায় রাখার পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন নি:সন্দেহে শিক্ষার্থীদের মনে বাড়তি আনন্দ প্রদান করবে। এর মাধ্যমে শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের সুনাম ধরে রাখতে সমর্থ হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রকৌশলী শামছুল আলম, চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সভাপতি অরূপ শ্যাম, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা ও সমাজকল্যাণ কর্মকর্তা রাজিয়া বেগম, প্রাক্তন শিক্ষিকা অঞ্জনা পুরকায়স্থ, মিসেস নাদিরা আহমদ বানু, স্কুলের শিক্ষিকাবৃন্দ সহ শতাধিক অভিভাবক।

সভাপতির বক্তব্যে মিসেস অপর্ণা চন্দ বলেন, বিশিকা স্কুলের সকল শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই স্কুলটি আজ নগরীর সকল অভিভাবদের পছন্দের তালিকায় শীর্ষে। স্কুলের এই সুনাম ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত