সিলেটটুডে ডেস্ক

২২ ফেব্রুয়ারি , ২০১৮ ২১:১৪

সিলেটে 'স্মরণে বরণে বর্ণমালা, গান কবিতায় একুশ' শীর্ষক অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট 'স্মরণে বরণে বর্ণমালা, গান কবিতায় একুশ' শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল আহম্মদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর আনোয়ার আলাউর।

বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তাপষ মিত্র, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান চৌধুরী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি বেলাল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তাঁর বক্তব্যে বলেন, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এবং অন্তমূলে বাঙ্গালী সংস্কৃতি ধারণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্বপ্নের প্রতিফলন ঘটাতে হবে। আজ প্রয়োজন সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের বাঙ্গালী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করা।

বক্তব্যের শুরুতে শুভেচ্ছা রাখেন জোটের প্রকাশনা সম্পাদক এম এম শরীফুল আলম তুহিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেটের সহসভাপতি লিটন পাল, সাধারণ সম্পাদক এইচ আর শাকিল আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহসভাপতি সিরাজ আনোয়ার, বিরহী কালা মিয়া, ডি কে জয়ন্ত, সদস্য সৈয়দ মুত্তাকিম আলী আজাদ, বাংলাদেশ তাঁতী লীগ জেলা সদস্য পারভেজ আহমদ রাজু, জুবেল আহমদ, ফারুক আহমদ, টিপু সুলতান, অরুণ দেবনাথ, এম এ স্বপন প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত ও কবিতা পরিবেশন করেন, বাউল বিরহী কালা মিয়া, জামাল আহম্মদ, সিরাজ আনোয়ার, ডি কে জয়ন্ত, শ্বাসতি চক্রবর্তী, বাবুল সরকার, শতাব্দি চক্রবর্তী পরমা, ফরিদা ইয়াসমিন হ্যাপি, অঙ্কন দত্ত, স্বপন সেন, এম এস রহমান ও রাহুল দেবনাথ।

আপনার মন্তব্য

আলোচিত