সিলেটটুডে ডেস্ক

২২ ফেব্রুয়ারি , ২০১৮ ২১:৪৫

মাতৃভাষা দিবসে চান্দে আলী শাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

সিলেট দক্ষিণ সুরমা উপজেলার হযরত চান্দে আলী শাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্কুলের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে প্রভাতফেরি এবং বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মাহতাব উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ড. মিফতাহুল ইসলাম সুইট, বিশিষ্ট ব্যবসায়ী মো. কাপ্তান মিয়া, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজিয়া রহমান, সিলেট জেলা পরিষদের সদস্য মুহিদুল ইসলাম লুপা, মতিউর রহমান মতি, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা মখলিছুর রহমান বাছা, চান্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল মনসুর, চান্দে আলী শাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম হেলাল, বিয়ালয় বাস্তবায়ন কমিটির সদস্য কামাল মিয়া, দয়ামীর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মিসবাহ উদ্দিন, কাজি জালাল উদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালিক, বরইকন্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম মাসুম, শিক্ষানুরাগী আতাউর রহমান আফরুজ, নুরুল ইসলাম, ইউপি সদস্য সৈয়দ মুমিনুর রহমান সুমিত, শাহ নেওয়াজ, সৈয়দ রবিউল হোসেন মারুফ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত