বড়লেখা প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি , ২০১৮ ২২:৪৬

‘যুদ্ধ ছিলো লাল সবুজের’ ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর গ্রামের বাসিন্দা ছড়াকার বিদ্যুৎ রঞ্জন দেবনাথের চতুর্থ ছড়াগ্রন্থ ‘যুদ্ধ ছিলো লাল সবুজের’ মোড়ক উন্মোচন করা হয়েছে।

সম্প্রতি বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় নতুন বই মোড়ক উন্মোচন মঞ্চে ‘যুদ্ধ ছিলো লাল সবুজের’ ছড়াগ্রন্থটির মোড়ক উন্মোচন হয়।

অনুষ্ঠানে কথা সাহিত্যিক সিরাজুল ইসলাম মুনির, লেখক মীর লিয়াকত আলী, ছড়াকার মুসলেহ উদ্দিন বাবুল, কবি আতাউর রহমান আপ্তাব, ছড়াকার লোকমান আহমদ আপন, রিপন আহমদ ফরিদী, চন্দ্র শেখর দেব, অজিত রায় ভজন, উৎস প্রকাশনের স্বত্বাধিকারী লেখক ও গবেষক মোস্তফা সেলিম প্রমুখ। এদিন একই মঞ্চে ছড়াকার বিদ্যুৎ রঞ্জন দেবনাথ রচিত ‘বিদায় সন্ধ্যাবেলা’ নামে আরেকটি উপন্যাসের মোড়ক উন্মোচন হয়।

আপনার মন্তব্য

আলোচিত