ছাতক প্রতিনিধি

০১ মার্চ, ২০১৮ ২২:২৯

ছাতকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দিস্থ আল-কাওছার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মহান স্বাধীনতার মাস উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০১মার্চ)  দুপুরে গ্রামের ৯১নং নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে  অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের  মুরব্বী মাফিজ আলী।

সংস্থার সাধারণ সম্পাদক রাজিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জালালিয়া ইসলামী একাডেমী কিন্ডারগার্টেন শাখার প্রিন্সিপাল নাজমুল ইসলাম মুসা।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৯২নং সদুখালি নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছাদিকুর রহমান ছাদিক, গ্রামের মুরব্বী ইয়ারিছ আলী, সমাজসেবী ফয়ছল আহমদ, আবদুল আমিন, যুব সংগঠক ফখরুল হোসেন ও আমিনুল হক।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সংস্থার সভাপতি আইনুল হক, সহ-সভাপতি আবদুল শহীদ, অর্থসম্পাদক সাইদুর রহমান, ফরিদ মিয়া, রফিক মিয়া, আশরাফ উদ্দিন, জুবের আহমদ, রুবেল মিয়া, শিব্বির আহমদ, মোস্তাক আহমদ, সজিব আহমদ, সোলেমান হোসেন, জামিল আহমদ, এমরান আহমদ, উসমান আহমদ, রাজা মিয়া, মাহিদ আহমদ প্রমুখ।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১২জন শিক্ষার্থীর মধ্যে অভিজ্ঞানপত্র, ক্রেস্ট ও শিক্ষা সমাগ্রী এবং সংস্থার দরিদ্র তহবিল থেকে গ্রামের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত