সিলেটটুডে ডেস্ক

০৩ মার্চ, ২০১৮ ১৬:২৭

মিলর বাড়ী কদমতলীকে হারিয়ে সিলেট ড্রিংকিং ওয়াটার কুচাই বিজয়ী

ইত্যাদি কমপ্লেক্স ও কদমতলী যুব সমাজ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা

ইত্যাদি কমপ্লেক্স ও কদমতলী যুব সমাজ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় মিলর বাড়ী কদমতলী লিজেন্ড জুটিকে হারিয়ে সিলেট ড্রিংকিং ওয়াটার কুচাই জুটি বিজয়ী হয়।

শুক্রবার (২ মার্চ) রাতে সিলেট নগরীর কদমতলীতে আয়োজিত অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

কদমতলী যুব সমাজের সভাপতি আক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার উদ্দিন নাদিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী আব্দুল মালিক মারুফ, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. হেলাল বক্স, স্বর্ণপদক প্রাপ্ত কৃষিবিদ আব্দুল বাসিত সেলিম, সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, প্রবাসী মঈন উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কদমতলী যুব সমাজের সহসভাপতি আফজাল হোসেন, সহসভাপতি কাজী জয়নুল হক, সহ সাধারণ সম্পাদক হরিদাস পাল শাওন, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক দিদার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, অর্থ সম্পাদক মাহমুদ আলী, সহ অর্থ সম্পাদক সেলিম আহমদ, প্রচার সম্পাদক রায়হান আহমদ, সহ প্রচার সম্পাদক বিলাল আহমদ রাজু, দপ্তর সম্পাদক এবাদুর রশিদ চৌধুরী, সহ দপ্তর সম্পাদক সুমিনুর রহমান, ক্রীড়া সম্পাদক জাবেদ আহমদ বাদশা, সহ ক্রীড়া সম্পাদক তারেক আহমদ, সহ ক্রীড়া সম্পাদক মুরাদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক তমজিদ বখত রওশন, সহ সাংস্কৃতিক সম্পাদক জুনেদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মনোরঞ্জন পাল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত