সিলেটটুডে ডেস্ক

০৭ মার্চ, ২০১৮ ১৮:৪০

দক্ষিণ সুরমায় ১০ টাকা কেজি মূল্যে চাল বিক্রি

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নে বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য প্রতি কেজি চাল ১০ টাকা মূল্যে বিক্রি কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

সোমবার (৫ মার্চ) খালোমুখ বাজারে মেসার্স টুনো মিয়া এন্টারপ্রাইজ এর মাধ্যমে দরিদ্রদের জন্য প্রতি কেজি চাল ১০ টাকা মূল্যে জনপ্রতি ৩০ কেজি চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের মেম্বার মো. আইয়ুব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি নিয়োগপ্রাপ্ত তদারক অফিসার ও সহকারী কৃষি অফিসার প্রাণতোষ দাশ পান্না, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন, ডিলার মো. টুনু মিয়া, রাজু আহমদ, এমরান আহমদ, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন রানা, ইউনিয়ন যুবলীগ নেতা শামীম আল মামুন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেম্বার মো. আইয়ুব হোসেন উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। এ সরকার দরিদ্র মানুষের কষ্ট লাগবে ১০ টাকা কেজি মূল্যে চাল ক্রয়ের সুযোগ করে দিয়েছে। এর সুফল দেশের গরিব মানুষগণ ভোগ করছেন। তিনি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত