ছাতক প্রতিনিধি

০৭ মার্চ, ২০১৮ ২৩:০৭

ছাতকে ৭ মার্চ পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে ছাতকে মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক বহুমুখী মডেল হাইস্কুল ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে পৃথক কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার (৭ মার্চ) মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর আলোচনা সভা।

এদিকে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সাবেক কমান্ডার নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সাবেক সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, সাবেক ডেপুটি কামন্ডার স্বরাজ কুমার দাস, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, আলহাজ্ব পিয়ারা মিয়া, আব্দুল কাইয়ূম প্রমুখ।

দুপুরে ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে ঐতিহাসিক ৭ মার্সের ভাষণের উপর তাৎপর্যমুলক আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক রমজান আলী, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, শিক্ষক দিলীপ কুমার দে, অজয় কৃষ্ণ পাল, আরজু মিয়া, মনিরুজ্জামান, শিক্ষার্থী আবু নাসের মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

সভায় সভাপতিত্বে করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ ও পরিচালনা করেন শিক্ষক দেলোয়ার হোসেন খান।

ছাতক অনার্স ডিগ্রী কলেজের উদ্যোগে অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ সামছুল ইসলাম তালুকদার, অধ্যাপক আনোয়ার হোসেন খান, তুলশী চরণ দাশ, আব্দুল হামিদ, হোসনে আরা বেগম মুনতাহা, রুপা রাণী তালুকদার, রাজীব কুমার দাশ, অনন্ত সরকার, সাহেদ আহমদ, শিক্ষার্থী হাবিবুর রহমান ও স্মৃতি রাণী দাশ।

আপনার মন্তব্য

আলোচিত