সংবাদ বিজ্ঞপ্তি

২৭ এপ্রিল, ২০১৮ ২৩:০৪

‘সামাদ আজাদকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ’

আব্দুস সামাদ আজাদ ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, স্বাধীন নির্লোভ আপাদমস্তক রাজনীতিবিদ; তাঁকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ এমন মন্তব্য করেছেন হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের উপদেষ্টা ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

শুক্রবার হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের নিয়মিত পাঠচক্রে এ রাজনীতিবিদের ওপর অনুষ্ঠিত পাঠচক্রে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আব্দুস সামাদ আজাদ এর জীবন এবং তাঁর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড অধ্যয়ন ও অনুকরণ করলে যে কেউ একজন সত্যিকার রাজনীতিবিদ হয়ে ওঠতে পারে।

আজীবন গণমানুষের পক্ষে কথা বলা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুস সামাদ আজাদ বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক বিরল ব্যক্তিত্ব, মন্তব্য তার।

সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দপ্তর সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় সংগঠনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে আইন বিষয়ক সম্পাদক ছাব্বির আহমদ তালুকদারের কণ্ঠে আব্দুস সামাদের জীবনের উপর পাঠ অনুষ্ঠিত হয়।

এছাড়াও পাঠ প্রতিক্রিয়া জানান এম. মাহমুদ আলী, মো. কামরুল হোসেন আল আমিন, মামুন আহমদ, মো. নাঈম আহমেদ, ফাহিমুল ইসলাম, আজমল হোসেন, ওয়ালিদ হাসান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত