সংবাদ বিজ্ঞপ্তি

২৮ এপ্রিল, ২০১৮ ০২:৪২

হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা শাখার মিছিল সমাবেশ

মহান মে দিবসে সার্বজনীন খানাদানা ও স্ব-বেতনে ছুটির দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে নগরীর কীনব্রিজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
 
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসার আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি মো. সাদেক মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ঈমান আলী, বাবনা আঞ্চলিক কমিটির সভাপতি মো. শাহিন মিয়া, তালতলা আঞ্চলিক কমিটির সভাপতি মো. জুয়েল আহমদ, বন্দরবাজার কমিটির প্রচার সম্পাদক মো. ইন্তাজ আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি এ কে আজাদ সরকার, সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সমিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা রুহুল আমিন, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন, মে দিবসে সার্বজনীন খানাদানা ও স্ব-বেতনে ছুটি দিতে হবে। বর্তমান বাজারদরের সাথে সঙ্গতি পূর্ণভাবে নিম্নতম মজুরী ১০ হাজার টাকা ঘোষণা করা এখন সময়ের দাবি। বক্তারা হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরীর গেজেট কার্যকরের দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত