সংবাদ বিজ্ঞপ্তি

২৮ এপ্রিল, ২০১৮ ১৫:২৫

গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়নের দাবি মৌলভীবাজারের রিকশা শ্রমিকদের

আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহবান জানিয়ে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৪৫৩-এর কালেঙ্গা আঞ্চলিক কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) রাত ৮টায় কালেঙ্গা আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে। পরে রিকশা শ্রমিক ইউনিয়নের কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি মো. শাহজাহান আলীর সভাপতিত্বে কালেঙ্গা বাজারে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. খোকন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া।

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, কোষাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, কোদালীপুল আঞ্চলিক কমিটির আঞ্চলিক কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন আহমেদ, কালেঙ্গা আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক মোস্তফা মিয়া, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকার ব্যাপক ডামাডোলের স্বল্পোন্নত দেশের স্বীকৃতিকে নিজেদের সাফল্য বলে প্রচারণা চালালেও সেই উন্নয়নের ছোঁয়া রিকশা শ্রমিকসহ দেশের মেহনতি জনতার জীবন স্পর্শ করেনি। সরকার মাথাপিছু ১৬১০ ডলার আয়ের তথ্য দিলেও সেক্ষেত্রে রয়েছে শুভঙ্করের ফাঁকি। কারণ দেশে যেমন হাজার কোটি টাকার মালিক গুটিকয়েক লোক আছেন, তেমনি লক্ষ লক্ষ শ্রমজীবী জনতা উদয়অস্ত প্রাণান্তকর পরিশ্রম করে দুবেলা দুমুঠো ডাল-ভাল জোগাড় করতে পারছেন না। অপর দিকে বৈদেশিক ঋণ হিসেবে মাথাপিছু ৪৯ হাজার টাকা বোঝা টানতে হচ্ছে আপামর জনগণকে। তাই শ্রমিক শ্রেণিকে মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে হবে।

সভা থেকে বাজারদরের সাথে সঙ্গতি রেখে রিকশা শ্রমিকদের ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, জুলুম-নির্যাতন বন্ধ, স্থায়ী স্ট্যান্ড স্থাপন ও শ্রমজীবী জনগণের জন্য রেশনিং চালু, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে কমানো, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনা প্রত্যাহার, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়নের দাবি জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত