সংবাদ বিজ্ঞপ্তি

০১ মে, ২০১৮ ১৪:৫০

সিলেটে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের ‘দেখো এবং আঁকো’ আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত সুবিধা বঞ্চিত শিশুসহ প্রায় ১৫০ জন শিশু ক্যাম্পে অংশগ্রহণ করে।

বাংলাদেশ শিশু একাডেমী সিলেট জেলা শাখার ব্যবস্থাপনায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল মুক্ত মঞ্চে সোমবার (১ মে) আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়।

সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, সাবেক সিটি মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। ক্যাম্পে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা। শুভেচ্ছা বক্তব্য রাখেন  চিত্রশিল্পী অভিজিৎ চৌধুরী।

চিত্রশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা আর্ট কলেজের কপিল চন্দ্র রায় ও আশীষ আচার্য, ঢাকার ইউডার মাধবী সুলতানা, কৃষ কমল ভৌমিক ও শুভ তালুকদার,  চট্টগ্রাম আর্ট কলেজের প্রসেনজিৎ চৌধুরী, সিলেটের বেসিক আর্ট স্কুলের দোলক চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত