গোয়াইনঘাট প্রতিনিধি

১৫ মে, ২০১৮ ০০:০৬

গোয়াইনঘাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেটের গোয়াইনঘাটে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আলীরগাও ইউনিয়নের সামাজিক সংগঠন আল ইহসান সমাজ কল্যাণ যুবসংঘ ধর্মগ্রাম। সোমবার (১৪ মে) দুপুর ২টায় স্থানীয় কুরিহাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আল ইহসান সমাজ কল্যাণ যুবসংঘ ধর্মগ্রামের সভাপতি আব্দুল কাদিরের সঞ্চালনায় ও কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতাউর রহমানের  সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীরগাও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুল মালিক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে আবু তালেব মিসবাহর কোরআন তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক সাব্বির আহমদ।

এতে আরো বক্তব্য রাখেন নেওয়াজ রহমান, আল ইহসান সমাজ কল্যাণ যুব সংঘ ধর্মগ্রামের সাধারণ সম্পাদক তারেক আহমদ, কৃতি শিক্ষার্থী আশরাফ মো. তানজিল, কুরিহাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, আল ইহসান সমাজ কল্যাণ সংঘ ধর্মগ্রামের উপদেষ্টা সালেহ রাজা, পাচসেওতি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, বারহাল আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা জয়নুল আবেদিন, ইউপি সদস্য শাহিন আহমদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার আশানরুপ পরিবর্তন হয়েছে। সরকারের নানামুখী শিক্ষাবান্ধব পদক্ষেপ গ্রহণের কারণে দেশে শিক্ষারহার বাড়ার পাশাপাশি মেধাবিকাশেরও পরিধি বাড়ছে। বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে সর্বোপুরী এগিয়ে নিতে প্রতিনিয়তই পদক্ষেপ নিচ্ছেন। আল ইহসান সমাজ কল্যাণ যুব সংঘ ধর্মগ্রামের আজকের এই আয়োজন এলাকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে। এলাকার আর্থসামাজিক উন্নয়নে অবদানসহ সমাজসেবার মহানব্রত হয়ে এই সংগঠন ভবিষ্যতেও কাজ করবে বলে তিনি আশাবাদী।

পরে প্রধান অতিথি আল ইহসান সমাজ কল্যাণ সংঘ ধর্মগ্রামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন।

আপনার মন্তব্য

আলোচিত