সংবাদ বিজ্ঞপ্তি

০৬ জুন, ২০১৮ ২৩:৫৯

সিলেটে কেক কেটে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক যায়যায়দিনের বিভাগীয় ব্যুরো অফিসের আয়োজনে সিলেটে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৬ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলের মিলনায়তনে রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যায়যায়দিনের সিলেটের ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ,  সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, দৈনিক মানবজমিন ও একুশে টিভির সিলেট প্রতিনিধি ওয়েছ খসরু, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)-এর সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক দেবাশিষ দেবু, ইমজার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম শাহ, সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সহ সভাপতি সাত্তার আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি বাবর হোসেন, শুভ প্রতিদিন’র প্রধান বার্তা সম্পাদক মঈন উদ্দিন, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন সভাপতি ফয়ছল আহমদ বাবলু, দৈনিক সমকাল সিলেট অফিসের রিপোর্টার মুকিত রহমানি, জাগোনিউজ২৪ডটকমের সিলেট প্রতিনিধি ছামির মাহমুদ,  সিলেট জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,  গাজী টিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট প্রতিনিধি মঞ্জুর আহমদ, চ্যানেল ২৪ এর সিলেট প্রতিনিধি গুলজার আহমদ, সময় টিভির সিলেট অফিসের রিপোর্টার আব্দুল আহাদ, বৈশাখি টিভির সিলেট প্রতিনিধি মাইনুল ইসলাম টিটু, শুভ প্রতিদিনের চিফ রিপোর্টার আমিনুল ইসলাম রোকন, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শঙ্কর দাশ, দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসূফ আলী, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মো. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সুলতান সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ মোর্শেদ, সিলেটের দিনকালের সিনিয়র রিপোর্টার এম এ মালেক, স্টাফ রিপোর্টার জাবেদ এমরান, ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ সোহেল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল, চিরন্তনের সভাপতি ইকবাল হোসেন আফাজ, সাংবাদিক রাহুল তালুকদার পাপ্পু, রেজা রুবেল, এশিয়ার টিভির ক্যামেরাম্যান দিপু আহমদ, সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা মহানগরের যুগ্ম সাংগঠনিক সচিব মো. শরীফ আহমদ চৌধুরী ও দৈনিক যায়যায়দিনের দক্ষিণ সুরমা প্রতিনিধি সুমন আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত