সংবাদ বিজ্ঞপ্তি

০৭ জুন, ২০১৮ ২৩:৪৮

রোটারী অব সিলেটের আত্মপ্রকাশ

সিলেট নগরীতে রোটারী ক্লাব অব সিলেট নামের নতুন একটি ক্লাবের আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) সন্ধ্যায় সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে কেক কেটে নতুন এই ক্লাবটির ক্লাব চার্টার উদযাপন করা হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. তোফায়েল আহমদ সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মেয়র বলেন, রোটারী ক্লাব অব সিলেট, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি গুরুত্ব ভ’মিকা পালন করবে।

তিনি বলেন, রোটারী ইন্টারন্যাশনালের সহায়তায় ইতিমধ্যেই বাংলাদেশ তথা সারা বিশ্ব থেকে পোলিও নির্মূল করা হয়েছে। সেই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব সিলেট, সিলেট অঞ্চলের মানব সম্পদের সমস্যা চিহ্নিত করে তাদের উন্নয়নের দৃশ্যমান প্রকল্প গ্রহণ করবে। এসময় তিনি ক্লাবটির সকল সদস্যদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবটির সদস্যরা। অনুষ্ঠানে ডাক্তার উজ্জ্বল দত্তকে রোটারী পিন পরিয়ে ক্লাবে সদস্য পদ প্রদান করা হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রোটারিয়া জাকির আহমদ চৌধুরী।

ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান আবুল হাসনাত ইবনে আবেদিন, অধ্যাপক সৈয়দ মুহাদ্দিস আহমদ, আব্দুল বাসিত, অধ্যাপক শামসুন্নাহার বেগম, সালাহ উদ্দিন চৌধুরী, এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, ভানুজয় দাস, এডভোকেট মো. আবুল হাসান, কাজী আরিফুল হাসান, ড. মো. নাইম আলিমুল হায়দার, মো. রিয়াজুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফুল করীম, ড. মো. মাহফুজুর রহমান, আব্দুল আলিম শাহ, শাহ মো. শাসসুজ্জামান।

প্রসঙ্গত, মানব সেবার উন্নয়নে নিবেদিত রোটারী ইন্টারন্যাশনাল সারা বিশ্বে অন্যতম একটি সেবা সংগঠন হিসেবে পরিচিত। সিলেটে এই সংগঠনের অনেকগুলো ক্লাব থাকলেও এই প্রথম “সিলেট” নাম করণ নিয়ে রোটারী ইন্টারন্যাশনাল একটি নতুন ক্লাব অনুমোদন দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত