১৬ সেপ্টেম্বর, ২০১৫ ২২:৩৬
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি বেলাল আহমদ বলেছেন, আজকে এই সমাজে ভাল মানুষ খুবই অভাব। ভাল মানুষ হওয়ার জন্য লেখা পড়ার পাশাপশি আদর্শবান মানুষ তৈরি হতে হবে। আর এই জন্য যোগ্য ও সুনাগরীক তৈরি করতেই তালামিযে ইসলামিয়া কাজ চালিয়ে যচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া আছিরগঞ্জ আলিম মাদ্রাসা শাখা আয়োজিত ২০১৫ সালের আলিম উত্তির্ণ কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলার সভাপতি মোহাম্মদ উসমান গনী, প্রধান আলোচকে হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রউফ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আছিরগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মওলানা নুরুল হুদা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সৈয়দ আহমদ আল জামিল, সিলেট পূর্ব জেলার সহ সধারণ সম্পাদক আব্দুল বাসিত আল হাসান, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিলেট মহানগর শাখার তালামিযে ইসলামিয়ার নির্বাহী সদস্য মো. জহিরুল ইসলাম।
আছিরগঞ্জ আলিম মাদ্রাসা শাখার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আমিদ্জ্জুামান, সহ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক মো. ফজুল ইসলাম, সদস্য মইনুল ইসলাম, সায়েক আহমদ, বিয়ানীবাজার উপজেলার সদস্য খলকুর রহমান, বাদেপাশা ইউপি শাখার সভাপতি সামসুল আলম আফরোজ, অর্থ সম্পাদক আবু তাহের রুবেল, আছিরগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি আলী আহমদ, আ ন ম সমাজকল্যাণ সমিতির সভাপতি রুহুল আমীন, মাদ্রসা শাখার সহ সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, প্রচার সম্পাদক মো. নাইমুল ইসলাম, তথ্য সম্পাদক মো. জুনেদ আহমদ, ছাত্রকল্যাণ সম্পাদক জামিল হোসাইন, সুজন আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য