১৭ সেপ্টেম্বর, ২০১৫ ২২:৩১
সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিষদের হলরুমে জেলা পরিষদের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক মহিলা সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, পুলিশ সুপার নুরে আলম মিনা, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পদাক আসাদ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, আশিক চৌধুরী, আতাউর রহমান খান, হাফিজ নাজমুল ইসলাম, সাইফুল্লাহ আল হোসাইন, মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত, জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, জাহেদ আহমদ চৌধুরী, রায়হান আহমদ চৌধুরী, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ভানুলাল দাস প্রমুখ।
আপনার মন্তব্য