সিলেটটুডে ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০১৫ ২২:১৯

ক্রীড়ালেখক সমিতির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল শনিবার বিকেলে সিলেট জেলা ক্রীড়াভবনস্থ সমিতির অফিসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সদ্য প্রয়াত বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট শাখার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক এহিয়া রেজা চৌধুরী স্বরণে শোক সভা আয়োজনের সিদ্ধান্ত এবং সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সমিতির সভাপতি বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন খানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মান্না চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান, কোষাধ্যক্ষ হাসান মো. শামীম, কার্যনির্বাহী সদস্য শফিকুর রহমান চৌধুরী ও রফিকুল ইসলাম কামাল।

আপনার মন্তব্য

আলোচিত