২১ সেপ্টেম্বর, ২০১৫ ০২:১১
বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব আতাউর রহমান কমিশনের সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
তিনি সিলেট বিভাগের সিলেট মহানগর, সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে সকল জেলা, মহানগর, উপজেলা এবং পৌরসভা শাখাসমূহের সকল কার্যক্রম তদারকি ও কমিশনকে গতিশীল করতে কাজ করবেন আতাউর রহমান।
আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে এখন থেকে আতাউর রহমান নিজের গাড়িতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের পতাকা ও মনোগ্রাম ব্যবহার করতে পারবেন।
আপনার মন্তব্য