২১ সেপ্টেম্বর, ২০১৫ ২২:৫৪
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে রাশিয়ার মস্কো ও সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কালচারাল ফেস্টিবল। ফেস্টিবলে বাংলাদেশের সাংস্কৃতিক দলে সিলেটের একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্ট-এর নৃত্যশিল্পী মনিপুরী সংস্কৃতি ও চা শ্রমিকদের জীবনাচারণ তুলে ধরেন। শিল্পীদের সোমবার সংবর্ধনা জানিয়েছে সিলেট জেলা শিল্পকলা একাডেমি।
গত ১১ থেকে ১৭ সেপ্টেম্বর থেকে এই ফেস্টিবল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দল রাশিয়ায় গিয়ে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে পরিবেশন করে নানান সাংস্কৃতিক পরিবেশনা। এবারের স্লোগান ছিল হ্যান্ড ইন হ্যান্ড, হার্ট টু হার্ট। বাংলাদেশ সাংস্কৃতিক দলের নেতৃত্বে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এই সাংস্কৃতিক দলে সিলেটের একাডেমী ফর মনিপুরী কালচার এন্ড আর্ট-এর আটজন নৃত্যশিল্পী রাশিয়ায় যেয়ে মনিপুরী সংস্কৃতি ও চা শ্রমিকদের জীবনাচার তুলে ধরার সুযোগ পায়।
অতিসম্প্রতি দলটি দেশে ফেরায় সোমবার জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
আপনার মন্তব্য