২৮ সেপ্টেম্বর, ২০১৫ ০২:১০
মধ্যরাতে কেক কেটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো জালালাবাদ থানা ছাত্রলীগ। রবিবার রাত ১২ টা ১ মিনিটে আখালিয়ায় শাহজালাল বিশ্ববিদ্যায়ল গেইট এলাকায় কেক কেটে শেখ হাসিনার ৬৯তম জন্মদিন পালন করা হয়।
এসময় জালালাবাদ থানা ছাত্রলীগের সভাপতি আলী বাহার, সাধারণ সম্পাদক তৌহিদ কুদ্দুস, সহ-সভাপতি আফরোজ নেওয়াজ, জামাল আহমদ, রাজন আহমদ, আব্দুল গফফার রাজু, যুগ্ম- সম্পাদক মিজানুল হোসেন লিমন, মুন্না কোরায়শী, লিটন আহমদ, আব্দুল আলী রাজু, সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, সম্পাদকমন্ডলীর সদস্য মুমিন খান, জাহাঙ্গীর আহমদ, জাকির হোসেন, জাহাঙ্গীর আলমসসহ জালালাবাদ থানা ছাত্রলীগের নেতাকর্মীববৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালে এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
আপনার মন্তব্য