০১ অক্টোবর, ২০১৫ ২০:২৪
আন্তর্জাতিক সামাজিক সংগঠন “রোটারেক্ট ক্লাব অব বিয়ানীবাজার” এর উদ্যোগে ঈদ আড্ডা ও রেগুলার মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৮টায় সংগঠনের প্রেসিডেন্ট রোটাঃ জুবায়ের আহমদের বাসভবনে আয়োজিত এই ঈদ আড্ডায় উপস্থিত ছিলেন, সংগঠনের পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ ফয়ছল আহমদ, রোটাঃ আতাউর রহমান, রোটাঃ আহমেদ মহিউদ্দিন মিশু ও রোটাঃ হাজী মাহবুবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ আজমান আহমদ, সেক্রেটারী রোটাঃ আল আমিন খান, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ সিদ্দিক আহমদ, এডিটর রোটাঃ সুফিয়ান আহমদ, ট্রেজারার রোটাঃ খায়রুজ্জামান ইমরান, জয়েন্ট ট্রেজারার রোটাঃ জাফর আহমদ, ডাইরেক্টর ফাইন্যান্স সার্ভিস রোটাঃ সুহেল আহমদ, ডাইরেক্টর প্রফেশনাল সার্ভিস রোটাঃ আব্দুলাহ আল হাসিম, ডাইরেক্টর কমিউনিটি সার্ভিস রোটাঃ পলাশ আহমদ, সার্জেন্ট এট আর্মস রোটাঃ তানভীর আহমদ, মেম্বার রোটাঃ উসমান উদ্দিন ও রোটাঃ রায়হান আলম সাজু প্রমুখ।
আপনার মন্তব্য