১৬ মে, ২০২০ ১৮:৩৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ মে) ভূনবীর ইউনিয়নে নিজ বাসায় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় ভূনবীর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক দেব, সাধারণ সম্পাদক অখিল দাশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
খাদ্য সহায়তা প্রদান কালে আব্দুর রশিদ বলেন, করোনা রোগে সবাইকে ঘরে থাকার কথা বলা হয়েছে। কিন্তু ঘরে থাকলে তো পেট চলবে না। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কিছু মানুষকে এই খাদ্য সহায়তা দিচ্ছি। আপনারা আমার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যারা আজকে খাদ্য সামগ্রী পাননি তাদেরকে বাড়িতে গিয়ে দিয়ে দেওয়া হবে। এছাড়াও আমি আপনাদের সুখে দুঃখে অতীতে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।
আপনার মন্তব্য