স্পোর্টস ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৩ ১৩:২২

ভারতের কাছে হেরে বাংলাদেশের সোনার আশা শেষ

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে ভারতের কাছে হেরে স্বর্ণপদক জয়ের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের।

শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। আর এতেই সোনা জয়ের আশা শেষ হয়েছে।

এশিয়ান গেমসে এখন ব্রোঞ্জ জয়ের লক্ষ্য বাংলাদেশের। আজ দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান। এই ম্যাচে যে দল হারবে তারাই আগামীকাল ‍তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে যে মাত্র ৯৬ রান করে বাংলাদেশ। ৯৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলে জয় পেয়েছে ভারত। বাংলাদেশকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। বাকি ছিল ৬৪ বল।

শুরুতে অবশ্য ধাক্কাই খেয়েছিল ভারত, সর্বশেষ ম্যাচে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়া যশস্বী জয়সওয়াল শূন্য রানে ফিরে যাওয়ায়। রিপন মণ্ডলের নেওয়া উইকেটটি একমাত্র সাফল্য বাংলাদেশের।

এরপর বাংলাদেশের শুধুই হতাশা। তিনে নামা তিলক ভার্মাকে নিয়ে দ্বিতীয় উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েন রুতুরাজ গায়কোয়াড়। তাদের অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটিতে ভারতের জয় ৯ উইকেটের। তিলক ২৬ বলে ৫৫ রান করেছেন আর অধিনায়ক রুতুরাজ অপরাজিত থাকেন ২৬ বলে ৪০ রানে।

এর আগে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারছিলেন না মাহমুদুল হাসান জয়-জাকির হাসানরা। দলীয় ২১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। আফিফকে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে সেই চেষ্টা বেশি দূর এগোয়নি। চতুর্থ উইকেটে মাত্র ১৫ রানের জুটি গড়তে পারেন তারা।

এরপর একের পর এক উইকেট হারিয়ে ৯ উইকেটে ৯৬ রান করতে পারে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক জাকের আলি অনিক।

১২ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার সাই কিশোর।

আপনার মন্তব্য

আলোচিত