
২২ মে, ২০২৪ ১৯:১৪
ছবি: সংগৃহীত
মৌসুমে তিনটি শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস।
বুধবার (২২ মে) ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপের উত্তেজনাপূর্ণ ফাইনালে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ফলে ফেডারেশন কাপ জেতার পাশাপাশি চলমান মৌসুমে ট্রেবলও জিতে নিয়েছে তারা।
ফাইনালে ম্যাচের ৬৩তম মিনিটে গোলের দেখা পেয়ে এগিয়ে যায় মোহামেডান। সেই গোল নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে সেই গোল শোধ করে কিংস।
নির্ধারিত সময়ে খেলা সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৪ মিনিটে রোবিনহোর দুরপাল্লার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান সুজন। মিগেলের নেওয়া ওই কর্নারেই এগিয়ে যাওয়া গোল পেয়ে যায় বসুন্ধরা কিংস।
সেই গোল বাতিল চেয়ে রেফারিকে ঘিরে ধরে প্রতিবাদ জানাতে থাকে মোহামেডানের খেলোয়াড়রা। তবে শেষ পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে থেকে মাঠে ফেরে সাদা-কালোরা। গোল শোধ করতে না পারায় পরাজিতও হতে হয় তাদের বসুন্ধরার কাছে।
বসুন্ধরা কিংস তাদের মৌসুম শুরু করেছিল স্বাধীনতা কাপ জিতে। সেই জয়ের ধারা তারা অব্যাহত রেখেছিল সপ্তাহ দুয়েক আগে প্রিমিয়ার লিগের শিরোপা জিতে। ফাইনালে তারা হারায় মোহামেডানকে। আরও একবার সেই মোহামেডানকে হারিয়েই অস্কার ব্রুজেনের শিষ্যরা জিতেছে ফেডারেশন কাপের শিরোপা।
আপনার মন্তব্য