স্পোর্টস ডেস্ক

০৯ জুন, ২০২৪ ২৩:৫৯

পাকিস্তানের বিপক্ষে ভারতের ১১৯ রান

কয়েক দফা বৃষ্টি বাগড়ার পর পাকিস্তানের পেসারদের তোপে এলেমেলো হয়ে গেছে ভারতের ব্যাটিং লাইনআপ। নাসিম-আমিরদের দুর্দান্ত বোলিং আর ব্যাটারদের ব্যর্থতায় ১৯ ওভারে মাত্র ১১৯ রানে গুটিয়ে গেছে ভারত।

জিততে হলে বাবর আজমদের লক্ষ্য ১২০ রান।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ‍‍`এ‍‍` গ্রুপের ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দুই দফা খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হয়।

আজকের ম্যাচের আগে দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত ৬ বার ও পাকিস্তান ১ বার জয়লাভ করেছে।

পাকিস্তান ২০০৯ সালে এবং ভারত ২০০৭ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এছাড়াও পাকিস্তান ২ বার ও ভারত ১ বার রানার্সআপ হয়।

এবারের আসরে ভারত তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে পরাজিত করলেও পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায়।

আপনার মন্তব্য

আলোচিত