২৮ জুন, ২০২৪ ০৯:৪৬
বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে ভারত।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দফায় দফায় বৃষ্টির পরও দ্বিতীয় সেমিফাইনালের কোনো ওভার কমানোও হয়নি।
ম্যাচে টস হারা ভারত প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করে। জবাবে ভারতীয় বোলারদের দুরন্ত নৈপুণ্যে ইংল্যান্ড ১৬.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায়।
ভারতের অক্ষর প্যাটেল মাত্র ২৩ রানে ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।
ভারতের ইনিংসে রোহিত শর্মা ৫৭, সূর্যকুমার যাদব ৪৭ হার্দিক পাণ্ডিয়া ২৩ রান করেন। ইংল্যান্ডের ক্রিস জর্ডান ৩টি উইকেট পান।
ইংল্যান্ডের ইনিংসে হ্যারি ব্রুক ২৫, জস বাটলার ২৩, জোফরা আর্চার ২১ রান করেন। ভারতের কুলদীপ যাদব ৩টি ও বুমরাহ ২টি উইকেট নেন।
এর আগে ভারত ২০০৭ সালের আসরে চ্যাম্পিয়ন হয় এবং ইংল্যান্ড ২০১০ ও ২০২২ সালের আসরের শিরোপা জেতে। ভারত এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠল। তারা ২০১৪ সালের আসরেও ফাইনালে উঠেছিল। তবে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয়। শনিবার রাতে আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।
আপনার মন্তব্য