স্পোর্টস ডেস্ক

০৭ এপ্রিল, ২০১৬ ০১:০৫

আইপিএলে কোন দলে কোন তারকা

টি২০ বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর। তবে এ আইপিএল মিস করবে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। ম্যাচ গড়াপেটার অভিযোগে দল দুটি নিষিদ্ধ। তাদের পরিবর্তে অবশ্য এ আসরে যোগ হয়েছে দুটি নতুন দল- পুনে ও রাজকোট। এছাড়া বাকি ছ’টি দল কলকাতা, মুম্বাই, দিল্লি, পাঞ্জাব, বেঙ্গালুরু ও হায়দরাবাদ।

বাংলাদেশ থেকে এবার আইপিএল খেলতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান। সাকিবের কয়েকবছর ধরেই খেলে আসছেন কলকাতা নাইটরাইডার্সের হয়ে। তবে মুস্তাফিজের জন্য প্রথম মিশন। সাতক্ষীরার এই তরুণ পেসার খেলবে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। যেখানে সতীর্থ হিসাবে মুস্তাফিজ পাবেন শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, যুবরাজ সিং, আশিষ নেহরা, কেন উইলিয়ামসনের মতো তারকা ক্রিকেটারদের।

আইপিএলের নবম আসরে দল থাকছে আটটি। যেখানে খেলবে ভারতীয় ও বিদেশি অনেক তারকা ক্রিকেটার। এর মধ্যে কোন দলে উল্লেখযোগ্য কোন তারকা রয়েছে, তা দেখে নেয়া যাক এক নজরে।

কলকাতা নাইট রাইডার্স :

গৌতম গম্ভীর (অধিনায়ক), জন হেস্টিংস, মরনে মর্কেল, কলিন মুনরো, সাকিব আল হাসান, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মনীশ পাণ্ডে। কোচ: ট্রেভর বেলিস।

মুম্বাই ইন্ডিয়ান্স :

রোহিত শর্মা (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, জস বাটলার, লাসিথ মালিঙ্গা, কিরন পোলার্ড, লেন্ডল সিমন্স, হার্দিক পান্ডিয়া, উন্মুক্ত চাঁদ, পার্থিব প্যাটেল, টিম সাউদি। কোচ: রিকি পন্টিং।

দিল্লি ডেয়ারডেভিলস :

জহির খান (অধিনায়ক), কার্লোস ব্রাফেট, জেপি দুমিনি, কুইন্টন ডি কক, ইমরান তাহির, অমিত মিশ্র, মুহাম্মদ সামি, ক্রিস মরিস। মেন্টর: রাহুল দ্রাবিড়।

কিংস ইলেভেন পাঞ্জাব :

ডেভিড মিলার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, কাইল অ্যাবট, মিচেল জনসন, শন মার্শ, মুরলি বিজয়। কোচ: সঞ্জয় বাঙ্গার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু :

বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, শেন ওয়াটসন, মিচেল স্টার্ক, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, অ্যাডম মিলনে। কোচ: ড্যানিয়েল ভেট্টোরি।

সানরাইজার্স হায়দরাবাদ :

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ইয়ন মর্গ্যান, আশিস নেহরা, মুস্তাফিজুর রহমান, কেন উইলিয়ামসন, ভূবনেশ্বর কুমার। কোচ: টম মুডি।

রাইজিং পুনে সুপার জায়ান্টস :

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), স্টিভ স্মিথ, রবিচন্দ্র অশ্বিন, ডুপ্লেসিস, মিচেল মার্শ, অ্যালবি মর্কেল, অ্যাডাম জাম্পা, ইশান্ত শর্মা, ইরফান পাঠান, অশোক দিন্দা। কোচ স্টিফেন ফ্লেমিং।

গুজরাট লায়ন্স :

সুরেশ রায়না (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, জেমস ফকনার, ডেল স্টেইন, অ্যারন ফিঞ্চ, রবীন্দ্র জাদেজা, ব্রেন্ডন ম্যাকালাম, অমিত মিশ্র। কোচ: ব্র্যাড হজ।

আপনার মন্তব্য

আলোচিত