সিলেটটুডে ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৬ ১৭:২৫

সব বাধা টপকে তৃতীয়বারের মতো বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন

ধা ছিল অনেক। দেয়া হয়েছিল অনেক হুমকি-ধামকিও। শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন ফুটবল কিংবদন্তী কাজী সালাহউদ্দিন। তিনি পেয়েছেন ৮৩ ভোট। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামরুল আশরাফ খান পোটন এমপি পেয়েছেন ৫০ ভোট। বাতিল হয়েছে ৪টি ভোট।

রাজধানীর রেডিসন ব্লু হোটেলে শনিবার দুপুর ২টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। শেষ হয় বিকেল ৫টায়। গত দুই নির্বাচনের মধ্যে এবারই ব্যতিক্রম। তা হলো, এবারই ভোট গ্রহনের হার শতভাগ। অর্থাৎ ১৩৪ জন ভোটারই দিয়েছেন ভোট।

এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন ‘সম্মিলিত পরিষদ’ও নরসিংদী-২ এর স্বতন্ত্র সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের নেতৃত্বাধীন ‘বাঁচাও ফুটবল’প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একজন সভাপতি, চারজন সহ-সভাপতি ও ১৫টি সদস্যপদের জন্য এবার প্রার্থী ৪৬ জন।

আপনার মন্তব্য

আলোচিত